গতিমান পথ গতি হারিয়েছে সম্ভ্রম লুকিয়েছে
হতাশা নিরাশা হাহাকার চারিদিকে ছড়িয়েছে
রক্ত খেকো শকুনের শোষন ডানা মেলে টানে
চুপিসারে চুষিতেছে বেদমাকারে মূলোৎপাটনে।


চোখের সামনে গুলির শব্দে পরিবেশ অন্ধকার
পশুকেও হার মানিয়েছে মনুষ্যত্বের নির্মমতার
ফুলেরা কাঁদে কাঁদে প্রকৃতির সুশীতল বাতাস
অথচ বুদ্ধিমান প্রাণী সব দেখেও নেয় অবকাশ।


হায়েনার কঠিন থাবাকে যদি এখনি না থামাও
চিন্তা শক্তি ও বিবেক দিয়ে যদি মাথা না ঘামাও
নইলে তলিয়ে যাচ্ছে সব কিছু আঁধারে গহবরে।


হেরার জ্যোতি জ্বালাও সমাজে এবং মগজে
মরু ঝড় তোলো সত্যের দ্বার খোলো সহজে
ফিরিয়ে আন  গতিময় পথ মানবতার কল্যাণে।


লেখা : ১৩.০৬.২০২১