প্রাণী জগতে কেউই কারোর
বিরোধিতা করে না
মানব জগতে বিরোধিতা ছাড়া
থাকতে পারে না।


প্রাণীরা যেমন থাকে দলবদ্ধ
শত্রু থেকে নিরাপদ
মানব সমাজ বিচ্ছিন্ন হতে হতে
শত্রু থেকে অনিরাপদ।


বিবেকবোধ আছে বলে তাকে
সবাই সম্মান করে
সেই সম্মান বিকিয়ে অনেকে
অন্যায় পথ ধরে।


ন্যায়ের প্রতীক মানব জাতি
সবাই করবে ভোগ
একে অপরে মারামারি করে
দুষ্টুরা নেয় সুযোগ।


সুষ্ঠু সমাজ গড়তে দরকার
তাওহীদবাদী শিক্ষা
মনের প্রশান্তি খুঁজে পাবে
নাও সঠিক দীক্ষা।


ত্যাক্ত বিরক্ত প্রাণী সমাজ
জ্ঞানীদের কান্ড দেখে
ভালোবাসা দাও হে মানুষ
সবারে হৃদয়ে রেখে।


সবার উপরে মানুষ সত্য
মনে রাখো সবাই
মানুষ হয়ে মানুষের বিপদে
এসো পাশে দাঁড়াই।


লেখা: ০১ এপ্রিল ২০২১