মহাসাগর


কুরআন মুমিনের বুকে রাখা এক মহাসাগর
সেই সাগরে সাঁতার কাটে খুঁজতে তার তল
সেই তলে কেউ যেতে পারে না ক্লান্তই হয়
সারেন্ডার করেই হাঁফ ছেড়ে বাঁচে অতপর।
কুরআন সব কালে সব মানুষের জন্য পাঠ্য
সবার জন্য সঠিক পথের সন্ধান দিয়ে যায়
হালাল না হারাম ভাল না মন্দ বলে দ্যায়
যাঁর হুকুম একদম অবিকল শুদ্ধ ও অকাট্য।
যদি অবিশ্বাসীরা জানতো বুঝতো গভীরতা
তাহলে অপমান করতো না পোড়াতো না
সন্দেহের উর্দ্ধে যা এক স্রষ্টা থেকে আগত
সমাধান খুঁজে পেতো যত আছে জটিলতা।
হে বিশ্ববাসী একবার পড়ে দেখ না কুরআন
করো সবাই প্রাণ থাকা জীবনের অনুসন্ধান
তুমি ক্লান্ত হলেও সে জ্ঞান দিতে ক্লান্ত হয় না
স্রষ্টা থেকে সৃষ্টির প্রতি চিরস্থায়ী সেরা ফরমান।


কল্যাণপুর, ঢাকা।
২৫-জানুয়ারী-২০২৩
১১-মাঘ-১৪২৯
০২ রজব ১৪৪৪