মন প্রান্তরে


পাপের কাজে যে আত্মাটা
প্ররোচিত করে,
ঈমান দিয়েই সে পাপটা
শক্তভাবে ছাড়ে।
পাঁচ সালাত পাপের কাজে
দিয়ে থাকে বাধা,
তাওহীদবাণী পাপকে রাখে
তা থেকে আলাদা।
ওজু রুকু সিজদা যদি কেউ
ভালোভাবে করে,
বাকী আমলও গ্রহণীয় হবে
মহান রবের তরে।
সালাত হিসাব সবার আগে
কিয়ামতের দিন হবে,
জবাবে যে উতরিয়ে যাবে
নাজাত পাবে তবে।
সালাত হলো ঈমানদারের
আসল পরিচয়,
জাগ্রত রাখে মন প্রান্তরে
আল্লাহরই ভয়।


কল্যাণপুর ঢাকা।
১৫ মে ২০২৩
০১ জ্যৈষ্ঠ ১৪৩০
২৪ শাওয়াল ১৪৪৪