মুসলিম হয়েও


মুসলিম হয়েও তোমার অপমানে
কিছুই করতে পারিনি,
ক্ষমা করে দিও হে প্রিয় রসূল সাঃ
তুমি তো মুক্তির জামিনি।


সকল মুসলিমকে এক হওয়ার
তৌফিক দাওগো প্রভু,
উম্মতে মুহাম্মদির এই ঐক্যে কখনো
ফাটল ধরেনা কভু।


রাসূলের ভালোবাসা সব কিছুর উর্দ্ধে
পায় যেনো স্থান,
এমন ভীত গড়তে হবে যেন নবীকে
কেউ না করে অপমান।


রাসূল হলেন ঈমানের দীপ্তি ছড়ানো
নির্মল আলোক বর্তিকা,
নইলে বিশ্ব আঁধারে কবেই ডুবে হতো
ধ্বংসের তলে যবনিকা।


যাঁর চরিত্র ছিলো সর্বোন্নত সনদ দিলেন
সারাজাহানের মালিক রব্বেকারিম,
স্রষ্টার নিয়ামত ভোগ করে প্রশ্ন তোল
সে তো সবচে’ বড় জালিম।


তোমাকে অপমান করেছে সে এক
কুলাঙ্গার অজ্ঞ পশু,
বিশ্ব মুসলিমের হুঙ্কার ধ্বনিতে লুটালো
তার ক্ষমতা লিপ্সু।


মনসুরাবাদ, ঢাকা।
১১.০৬.২০২২ ইং