ওরেও বেকুপ ওরেও বেহুঁশ
কেমন করে তুই?
ছুটে চলছো নানান পথে
আসল পথ থুই।


সত্যিকারের পথ যে চিনলি না
সঠিক জানার চেষ্টা করলি না।


তোর সামনে আলোকোজ্জ্বল
সুবিশাল এক পথ,
সেই সে পথে ত্যাগ কুরবানী
দাওগো নিজের মত।


জেনে বুঝে মেনে নিজেকে সুখ দাও
সকাল সন্ধা মন দিয়ে নিত্য গুণ গাও।


পাপের কাজে শয়তান শুধু
উম্মাদনা যোগায়,
তার মতে কাজ না করলে
বেজার হয়ে যায়।


যে বানাল সুঠাম করে তাকে জানলি না
তাঁরই দেয়া বিধানাবলী তাও মানলি না।


শয়তান বেজার হয় হোক
আল্লাহ খুশি থাক,
সইবার শক্তি দাও আমায়
দুঃখ ব্যথা যাক।


স্রষ্টার পথে জীবন দেয়ার শপথ নাও
শহীদ হয়ে জান্নাতের দ্বার খুলে দাও।