নবীর আদর্শ সেরা
মুহাম্মদ মোজাম্মেল হোসেন
১০/০৬/২০২২


রাসূল হলেন দয়ার আধার বিশ্ববাসীর জন্য
তাঁকে পেয়ে মানবজাতি আনন্দিত ও ধন্য।
ঘোর আঁধারে নিমজ্জিত ছিল যখন সবাই
আলোর পথে আনতে তাদের নবী এলেন তাই।
কষ্ট ব্যথা সহিয়া নবী দিলেন দ্বীনের দাওয়াত
এক আল্লাহর বাণী পৌঁছাল খেটে দিন রাত।
জাহিলিয়াত দূর হয়ে সবাই পেল আলো
সেই আলোতে হলো তারা সবচেয়ে ভালো।
কেমনে তাঁরা হলেন ভালো শুনি একটি বয়ান
রাসূলের কাছে যখন এলো পবিত্র কোরআন।
কোরআন হলো আল্লাহর বাণী অকাট্য প্রমাণ
মানবে যারা সঠিক ভাবে নিয়ে পূর্ণ ঈমান।
সব কিছুরই বয়ান আছে এই কোরআনে
মুক্তি পাবে সুখ আসিবে অস্থির এই জাহানে।
নবীর আদর্শ সবার সেরা বলে আলকোরআন
চির শাস্তি পেতে থাকবে হলে নাফরমান।
আল্লাহর প্রেম পেতে হলে করো নবী প্রেম
সুখী হবে সবার জীবন থাকবে না প্রোব্লেম।
আজো মানো সেই আদর্শ আসার আগে নিপাত
নইলে তুমি খাইবে ধরা রোজ কিয়ামাত।
আজ মসনদে বসে মোর নবীকে করো অপমান
লজ্জা লাগে না! এমন কাজে, ওরে নাফরমান।