ওগো প্রভু ক্ষমা করো
      
         যেই সয় সেই রয়
যত কয় তত ক্ষয়।
      যা-ই চায় তা-ই পায়
মনে তাই না-ই ভয়।
      কত লোক করে ভোগ
অতি ভোগ পেটে রোগ।
      ন্যায় হারা খায় তাড়া
কেন্ তারা খাপ ছাড়া!
       হাম বড়া ভাব খানা
পাপ করে নাই জানা।
       ছাড়ো পাপ নাও মাফ
হয়ে যাক দিল সাফ।
        শেষ ভালো নাহি হয়
দয়া ময় খুশী নয়।
         হাত তোল আর বলো
ওগো প্রভু ক্ষমা করো।


কল্যাণপুর, ঢাকা।
১৫ ডিসেম্বর ২০২২
৩০ অগ্রহায়ণ ১৪২৯
২০ জমাদিউল আউয়াল ১৪৪৪