কবিতারা আসে, ভীড় করে, নানা ব্যস্ততায়,
কাগজ কলম না থাকলে, ভাবনারা হারিয়ে যায়।


সেই ভাবনা ফিরিয়ে আনতে, আবারো ভাবতে হয়,
এই ভাবে একটি কবিতা হয়, অনেক আনন্দময়।


কবিতা প্রেমিদের জন্য এটাই চরম বাস্তবতা,
পরম আন্তরিকতায় তুলে ধরেন, নানা প্রয়োজনীয়তা।


ঘরের যাবতীয় কাজ আঞ্জাম দিয়ে, করেন রসালো রন্ধন,
কবিতা ও কাজ মিলে হয়ে যায়, সুদৃঢ় এক মেল বন্ধন।


ভাবতে ভাবতে কবি হন, ভাবনার জগতে এক ভাবুক মন,
আগামীর পথচলায়, মানবিক চেতনায়, হয় মন প্রাণ উচাটন।