সত্য সুখের বাতায়ণ খুলে দিও
সোহাগ ভরে তা বরণ করে নিও।


অনুপম প্রশান্তি মনোমাঝে রাখিও
নিজেকে তাক্বওয়ার পোশাকে ঢাকিও।


সততার সুগন্ধ ছড়িয়ে দাও সবখানে
অসততায় না রয় কেউ কোনোখানে।


পুলকিত হোক এ সমাজ বিমুগ্ধ আচরণে
একেঅপরকে সাজাই সত্যের বাতাবরণে।


সত্যের ভিত গড়ে তুলি সীসাঢালা প্রাচীর
শত্রুর বুক কেঁপে উঠুক দেখে তার বাহির।