সুরম্য সুনিপুণ সুসজ্জিত প্রাসাদ বানিয়ে
চেয়ে রয় উপভোগে তার দিকে তাকিয়ে
মন ভরে চোখ জুড়ে থমকে দাঁড়িয়ে ;
এ সবে যায় তার অহংকার দম্ভ বাড়িয়ে ।


নানান ভাবে উঁচু উঁচু স্মৃতিসৌধ বানিয়ে
শিল্পকর্মের মাধ্যমে কারুকার্য দিয়ে সাজিয়ে
ভাবছো সদা এ নশ্বর চিরস্থায়ী হয়ে ;
রবে তোমার জন্য অনন্য সব কিছু হারিয়ে ।


স্বচোক্ষে দেখবে একদিন ধ্বংস হবে এ সব
থামবে পাখির কূজন ; মানুসের কলরব ;
ধূলি ধূসরিত হবে কতক চেহারা অবয়ব
কেউবা আবার হাসিখুশিতে রবে ; অন্য অনুভব ।