অন্তর মম


অন্তর মম সহজ সরল করো হে
সরলকারী অন্তর্যামী,
বিনা বাধায় বক্রতাহীন হতে পারি
তোমার সেরা অনুগামী।


সাবলীল জীবন যাপন হোক না তা
সুদৃঢ় সামাজিক বন্ধনে,
হাসি খুশি থাকি হয়ে অবিরত সাথী
সদয় বিনয়ী আচরণে।


পরিবার সহ প্রতিবেশীর সহিত
সহায়ক সমব্যথী হই,
প্রয়োজনের সময় কাছাকাছি থাকি
হতে পারি প্রিয় সই।


বিরাজিত থাকি সদা অন্তর প্রান্তরে
সুষম ভালোবাসা প্রেমে,
কোমল পরশে সুমিষ্ট নিনাদ শুনে
হই সহযাত্রী মনোরমে।


অন্তর মম গরল না হয় কখনো
তেমন অন্তর চাহি মোর,
আর পরমাদরে মায়াময় যতনে
কাটুক আঁধার তম ঘোর।


কল্যাণপুর, ঢাকা।
২৭.০৬.২০২২