পথ ভুলে


পথ ভুলে যখনি মুষড়ে পড়ি
দয়ার চাদরে মুড়িয়ে নিও,
জানা অজানা দেখা অদেখা
ভুল গুলো ক্ষমা করে দিও।


তব দয়াতে সীমারেখা নাই
মায়ার বাঁধনে বেঁধে রাখিও,
ক্ষমার আশায় দু’হাত তুলি
নানান অপরাধ করি যদিও।


পাপের চোরাগলিতে যদিবা যাই
প্রেমাঞ্জলি দিয়ে শক্ত করে ধরিও,
শয়তানের কুমন্ত্রনায় দিশা হারাই
তোমার কুদরতি হাতটি বুলিও।


কুরআনের আলোকোজ্জ্বল পথে
হাতছানি দিয়ে ফিরে আনিও,
সবিনয়ে দরবারে ফরিয়াদ করি
সুপথে অবিচল থাকার শক্তি দিও।


ভুলে ভুলে কাটাই এ জীবনখানি
তবু দয়া দিয়ে কাছে ডাকিও,
ভুল করেও তোমার কাছে আসি
ক্বলবটা নূরের আলোতে ভরিও।


১০.০৭.২০২৩
মনসুরাবাদ, ঢাকা।