নারী ও নর পর্দা করো,
পর্দাতে আছে সম্মান,
একা একা চলবে ফিরবে,
করবে না কেউ অপমান।
নিজের মর্যাদা নিজেকেই-
রক্ষা করতে হয়,
সেই মর্যাদায় বৃদ্ধি পায়
সৃষ্টিকর্তার ভয়।
পর্দার বিধান দিয়েছেন প্রভু
সূরা আহযাবে আর নূরে,
তাঁর বান্দারা থাকতে পারে যেন
অপরাধ থেকে দূরে।
সৃষ্টিকর্তার অকাট্য বিধান
লংঘন যারা করে,
অশ্লীলতার শেষ সীমানাতে
স্রষ্টাকে নাহি ডরে।
চৌদ্দ জনের বাহিরে যারা
তারা গায়রে মুহাররম,
তাদের সাথে সখ্য রাখা,
কিংবা দেখা করা,
নিষেধ করেছে একদম।
যিনি স্রষ্টা তিনি জানেন, কেমন
করে করবে জীবন যাপন,
নিয়ম কানুন বিধান দিলেন
হয়ে একেবারে আপন।
প্রভুর চেয়ে আপন বলো, আর
কেউ কি আছে?
তোমার আমার গ্রীবা থেকেও
থাকে অনেক কাছে।
তাঁর উপর ভরসা করেই
তাই তো সবাই বাঁচে।
নারী-পুরুষ এসো সবাই
স্রষ্টার সীমানা অনতিক্রম করি,
কুরআন সুন্নাহর বিধানাবলী
মজবুত ভাবে ধরি।


কল্যাণপুর,ঢাকা।
২৩-০৮-২০২১