পরিচয়


কে যে কখন আপন হয়
বলা যায় না,
আবার কে যে দূরে সরে
বুঝা যায় না।
কেউ আাবার কাছে আসে
স্বার্থের আড়ালে,
আবার কেউ মনটা ভাঙ্গে
স্বার্থ ফুরালে।
সুব্যবহারেও কাছে আসে
ভালো পরিচয়ে,
কেউ কেউ পাশে থাকে
নানান অভিনয়ে।
নানান রুপের নানা মানুষ
এই সমাজে বাস,
যায় করে যায় নিত্য নতুন
তবুও মুখে হাস।
ডিজিটালিও পরিচয় ঘটে
বন্ধুত্বের ছায়াতে,
অচেনাতেও ঘনিষ্ঠ বাড়ে
বিনিময় মায়াতে।
ভার্চুয়ালি কথোপকথন হয়
ম্যাচেঞ্জার বা ইমুতে,
সম্পর্ক গাঢ় থেকে গাঢ় হয়
পবিত্র এক মনেতে।
এভাবে যদি কুরআন পড়ে
সালাতের মাধ্যমে,
স্রষ্টার সাথে সম্পর্ক গড়ে
দোয়া ও সালামে।
অনন্ত সুখের পথটা পেত
কঠিন কষ্ট মাড়িয়ে,
কবর মাঝে আরাম পাবে
এই দুনিয়া ছাড়িয়ে।


৩০.১১.২০২৩