কষ্টের বাহনে চড়ে চলমান জীবনখানী তার
সেও তাই অদমনীয় দুর্দমনীয় সাহসী দুর্নিবার ।
সুঁই সুতো হাতে নিয়ে জুতা সেলাই করে যায়
এইভাবে আয় করে আর কতই বা মায়না পায় ।


দিনের বেলায় চলে জীবনের তাগিদে মুচিগিরি
রাতের আঁধারে হারিয়ে যায় কবিতায় , করে কবিগিরি ।
বয়স যখন তেরো তখন থেকে চলে কবিতা লেখা
হাজার ছাড়িয়ে যায় এখন তার কবিতার সংখ্যা ।


সময়ের কাজ সময়ে করেছে করে নি কো অবহেলা
সুপ্ত প্রতিভা বিকশিত হয়ে চলছে কবিতা কবিতা খেলা ।
ঝর্ণার মতো ঝরে কবিতা অবিরত ধারণায় প্রবাহিত সলিল
সম্মানিত সেই কবির সুন্দর নাম কবিবর মুনওয়ার শাকিল ।


সংবাদপত্র ফেরি করে কখনো অতিবাহিত হয় দিন
ছয়টি বই প্রকাশিত করে পূরণ হতে চলেছে জীবনের ঋণ ।
কাব্য প্রতিভায় অসাধারণ তাই সে এখন সবার প্রিয়
কষ্টের মাঝে কবিতা লিখে মোরাও হই তার মতো বরণীয় ।