প্রেমের টানে


প্রেমের টানে মনের কানে
ভেসে যায় গান,
সুখের তরি ভিড়ছে তীরে
ফিরে পায় প্রাণ।


দেখতে পেয়ে থাকি চেয়ে
বাগে ফোটা ফুল
ফুলের ডগা দুলতে থাকে
যেন কানের দুল।
গাছের ডালে পাখি ডাকে
কুহু কুহু কুহু তান।


যাইনা ভুলে স্মরি তারে
মনের মুকুরে
সত্য বোলে শান্তি মেলে
হারাই সুদূরে।
সকাল সাঁঝে সবাই তবে
তাঁরি গায় গান।


নদীর ঢেউ উছলে উঠে
চোখ জুড়িয়ে যায়
উতাল হাওয়া ধেয়ে এসে
মাতাল হয়ে ধায়।
তাঁরই দয়া সবার প্রতি
থাক না অম্লান।


কল্যাণপুর, ঢাকা।
২৪ অক্টোবর ২০২২
০৮ কার্তিক ১৪২৯
২৭ রবিউল আউয়াল ১৪৪৪