প্রশস্ত কেদারা


প্রশস্ত কেদারা আকাশ জমিনে শাসন ক্ষমতা যার
অকাট্য দলিলে আইন কানুনে হুকুম চলবে তার
ঈমান এনেছে তাঁকেই মেনেছে হৃদয়ে দিয়েছে স্থান
সারাটা জীবন মেনেছে কলেমা গড়িতে পবিত্র প্রাণ।


নয়ন জুড়ানো পরান ভরানো আমলি সময় পার
করেছে যেজন পাবেই সেজন পরবে গলায় হার
প্রসন্ন চেহারা পুলক হৃদয়ে দেখাবে সবারে তাই
দেখনা সবাই আমল নামাটা কোনই দুঃখ নাই।


নিবেন হিসাব লিখিত কিতাবে ছোট বড় সব লিখা
কঠিন আজাব পাইতে নাজাত হয়নি কিছুই শিখা
অবাধ জীবন অবাধ্য সময় কাটিয়ে পুরালো দিন
তওবা ব্যতীত মরলে তখন বাজিবে দুঃখের বীন।


সময় থাকতে সতর্ক হওয়া খুবই জরুরী ভাই
নইলে বিপদ আপদ ব্যতীত পাবেনা কিছুই তাই
আমরা মানুষ আদর সোহাগে অতি নবতর সৃষ্টি
সঠিক জীবন চালাতে দিলেন অপূর্ব একক কৃষ্টি।


কল্যাণপুর, ঢাকা।
১৪-নভেম্বর-২০২২
২৯-কার্তিক-১৪২৯
১৮ রবিউস সানি ১৪৪৪