'এ জীবনের শেষ পা
ঐ জীবনের প্রথম পা
জড়িয়ে যাবে যখন।'


সকল কাজের হিসাব
লিখিত একটি কিতাব
প্রশ্নকর্তা প্রশ্ন করবে তখন।


জবাব তুমি সঠিক দিবে
শান্তি সুখের ঘুম পাড়াবে
করবে তুমি পাশ।


জবাব সঠিক না ই বা দিলে
দুঃখ ব্যথা ধরবে গিলে
কী যে সর্বনাশ!


এই দুনিয়া মুসাফির খানা
বিলাসি আয়েশ করতে মানা
যাও করে যাও যত্তো ভাল কাজ।


ভালোর পাল্লা ভারী হলে
দুঃখ ব্যথা যাবে চলে
পরবে সুখের সাজ।


শর্ত মেনে তাওবা করে নাও
সঠিক জেনে সামনে এগিয়ে যাও
দূর করে সব লাজ।