ঋণ


ঋণ করে বিনোদন আর  সুখে থাকতে
প্লট ফ্লাট কিনে করে বাহাদুরি তাহাতে।
ক্রেডিট কার্ডে ব্যাংক থেকে ঋণ তোলে
শোধ না করলে হেস্তনেস্ত করে সব ভুলে।
তার চেয়ে ঋণ না করে ডেরাবাসা ভালো
দেখতে হয় না কারো কোনো মুখ কালো।
অহেতুক খরচে শুধু শুধু ঋণী হইয়ো না
এতে কারো মর্যাদা কোনোদিন বাড়ে না।
থাকো সুখে শান্তিতে বাস করো ঋণ মুক্ত
তোমাকে কেউ করবে না দোষী অভিযুক্ত।
ঋণেতে সুদ হারাম দিয়ে মোড়ানো চাদর
এতে ভালোবাসে না কেউ করে না আদর।
ঋণ নেই চিন্তা নেই নেই কোনো বাড়াবাড়ি
থাকবেনা কারো সাথে কোনো আড়াআড়ি।
ইসলাম বলে পরষ্পরে দাও করজে হাসানা
বিপদ আপদে কেউ কাউকে ভুলে যেওনা।


মনসুরাবাদ, ঢাকা।
২৫.০৪.২০২৩