সেলফি


সেলফিতে ভেলকি মারে
অট্টহাসি হাসে!
ইহা দেখে কুকুর ছানা
দু’পা তুলে নাচে!
কুকুর ছানার নাচন দেখে
বিল্লি সব হতাশ,
নানা ব্যথা কষ্ট নিয়ে কয়
কী যে সর্বনাশ!
সেলফির বুঝি এতই শক্তি
হা হা হাসির রোল!
কিছু লোকের মুখে ফোটে
নানা কথার বোল!
সেলফি দিয়ে হতো যদি
সুখ ফুলের বাগান,
হাজার হাজার সেলফি তুলে
গাইত তাহার গান।
খুশির জোরে ভাসতে গেলে
পশ্চাতে ব্যথার টান,
হ্যাঁচকা টানে হারিয়ে দিবে
অহিত্ সেলফি বান!


কল্যাণপুর, ঢাকা।
১০ সেপ্টেম্বর ২০২৩
২৬ ভাদ্র ১৪৩০
২৪ সফর ১৪৪৫