শাস্তি চাই


জঞ্জাল আর আবর্জনায়, ভরে গেছে এই সমাজ
এ জঞ্জাল উপড়াতে হবে, উপড়াতে হবে আজ।
কূরুচির মানুষগুলো হিংস্র পশুর থেকেও অধম
এদের খপপরে পড়ে কত হয় ধরাসায়ী খতম!
মা বাবা কত কষ্টে তিলেতিলে বড় করে সন্তান
কোথাকার কুলাঙ্গার এসে করে যায় অপমান।
একটি সমাজে পচন ধরলে, এভাবে হয় নষ্ট
আহা! বুকে চাপা রাখে কত জনে মনের কষ্ট।
এখনই মুলোৎপাটন না করলে পচা দুর্গন্ধরে
আরো কত জন হারিয়ে যাবে আঁধার গহ্বরে।
অপরাধী যেই হোক সাথে সাথে দাও না শাস্তি
ধুলায় লুটাক তাদের যত সুখ আনন্দ ও মাস্তি!
দেখুক দেশবাসী আর সামলে যাক সব অপরাধী
সাহস না পায় অপরাধ করার না করে লাফালাফি।


কল্যাণপুর, ঢাকা।
২৯ সফর ১৪৪৪
২৬ সেপ্টেম্বর ২০২২
১১ আশ্বিন ১৪২৯