স্বপ্ন পুড়ে যায়
উড়ে যায়
সীমানা হারায়
বেদনা বাড়ায়।


বাড়ি ঘর চারপাশ
ডোবা নালা খাল
পরিষ্কার রাখা
আমার আপনার সবার,
যার যার দায়িত্ব পালন করি এবার।


সচেতন হই সচেতন করি
আত্মীয় অনাত্মীয় বন্ধুমহল
আশেপাশে প্রিয় স্বজন
সামাজিক দায় বোধ থেকে
সবাইকে বলি, নিজেও করি,
অভিযোগ নয় ভালোবাসা দিয়ে
ভ্রাতৃত্বের সৌধ গড়ি।


স্বপ্ন সবাইকে নিয়ে যাবে-
অনিন্দ্য সুন্দর সুখের ঠিকানায়।