সুদের দেশে


সুদের দেশে ঘুসের দেশে
পাতকদের প্রভাব,
শয়তানি সব কর্মকাণ্ডে
যায় না তবে স্বভাব।
ফাইল আটকিয়ে পাতক
মুখে বাজায় বাঁশি,
মনের মতো না হলে তার
গলায় আসে কাশি।
হায়রে পাতক বড়ো ঘাতক
হারাম দিয়ে গড়া,
দম্ভ ভরে ফুরফুরে মেজাজে
গাড়িতে হয় চড়া।
নিজেকে ভাবে অনেক বড়
আসলে সে নীচ,
বুঝে না তো বুঝতে চায় না
খাঁটি মধু চিজ।
সুদের দেশে ঘুসের দেশে
ফিরে না তো সুখ,
তিরিক্ষে নদী বইতে থাকে
যায় না তবে দুখ।


মনসুরাবাদ, ঢাকা।
২৩.০৩.২০২৩