সুখের রাণী


সুখের রাণী সুখে গড়া
দুঃখ নাহি রয়,
মিষ্টি মুখে সুখের কথা
সবার কাছে কয়।


সবাই শুনে ঈর্ষা আনে
কই যে পেল সুখ!
প্রেমের তরি বেয়ে বেয়ে
হাসে চাঁদ মুখ।


নয়ন দুটি দৃষ্টি কাড়ে
মায়া মায়া ভাব,
খাঁটি মনে ডাকে তারে
প্রকাশ করে লাভ।


দুখ থাকলেও দুখের কথা
কারো কাছে কয় না,
তাই তো সে পরম সুখী
পরে স্বর্ণ গয়না।


কল্যাণপুর, ঢাকা।
১৩-মার্চ-২০২৩
২৮-ফাল্গুন-১৪২৯
২০- শাবান-১৪৪৪