সব শয়তানের হানা        মিথ্যা তাদের জানা
              সত্য কথা শুনলে বলে
                মানব না-না না-না।
যারাই মিথ্যায় ভাসে       রয় না সত্যের পাশে
              বিবেকে তারা খিল লাগিয়ে
                  চলে সর্বনাশে।
বিরাম নাহি থাকে         বাকুম বাকুম ডাকে
              সত্য কথা বলিস যদি
                ঠুসা দিমু তোকে।
যায় না সত্যের কাছে     ঘোরে মিথ্যার পাছে
           শয়তান কেবল খিলখিলিয়ে
                হাসে উঠে গাছে।
সত্য এলে কাঁপে        পালাতে পথ মাপে
          সত্যের উত্থান দেখে দেখে
             লুকায় ঝোপঝাঁপে।
উদ্ভাষিত আলোক প্রভা     আয়োজিত সত্য সভা
              অন্ধকারে যায় হারিয়ে
                 সেভাবে সব ভাবা।
যতই সামনে যায় এগিয়ে    শয়তান দেয় পথ ভুলিয়ে
              সত্যের কাছে থেকেও তারা
               তপস্যা করে মিথ্যা নিয়ে।
মনে তাদের হিংসার বাসা     গিজগিজিয়ে ঠাসা ঠাসা
                 সত্য সদাই বন্ধ সেথায়
                 মিথ্যা তাদের সর্বনাশা।