শ্রেষ্ঠ মনীষী


মহতি সকল কাজে দিতে হবে কঠিন শ্রম
মানবতার সেবা দীন প্রচার হোক অন্যতম।
তাওহীদের বাণী পৌঁছাতে হবে জনে জনে
আল্লাহ এক অদ্বিতীয় একনিষ্ঠ সবাই মানে।
বাণীবাহকেরা সবাই আল্লা’র বান্দা ও রসূল
জানিয়েছিল মানুষকে যা ছিল আসল মূল।
তাঁরা যেমন নাযির ও তাঁরা ছিলো বাশির
মানবতার কল্যাণে তারা হলো সেরা নাছির।
জ্ঞানার্জনের মাধ্যমে দেশ পরিচালনায় দক্ষ
হতে হবে এমন কেউ না হয় তার সমকক্ষ।
যোগ্যতা হোক রবের সন্তোষ লাভের উপায়
যাতে মহাআজাব থেকে নাজাত পাওয়া যায়।
খাতামুন্নাবিয়্যিনের পর আসবে না কোন নবী
উম্মতে মুহাম্মদি হবে অবিকল তাঁর প্রতিচ্ছবি।
দাওয়াতি কাজ হবে নিত্য আছে যত মুসলিম
কুরান হাদীসের জ্ঞান থাকতে হবে অপরিসীম।
আমল আখলাকে চরিত্র মাধুর্যে মানব হিতৈষী
যারা হবে তারাই সমাজ প্রাঙ্গনে শ্রেষ্ঠ মনীষী।
মানব সেবা জ্ঞানার্জনে আল্লাহর নৈকট্য লাভ
শান্তি আর শান্তি থাকবেনা কোন দুঃখ বিলাপ।


কল্যাণপুর, ঢাকা।
০২ এপ্রিল ২০২৩
১৯ চৈত্র ১৪২৯
১০ রমাদ্বান ১৪৪৪