তামাশা


ওরা হাসাহাসি করে আর তামাশা খেলে!
এসব করে সমাজের কিছু কুচক্রি মহলে।
কষ্ট ব্যথা দেখেও না দেখার করে ভান!
ওরা মানুষ নাকি? নাকি বনের হনুমান?
কারো কারো কষ্ট দেখে এরা অট্টহাসে!
মুখে বুলি আওড়ায়, কত না ভালোবাসে?
ওরা কয়, খায় যেমন জামাও থাকে গায়ে,
অথচ কষ্ট নিয়ে করে বাস শহরে ও গাঁয়ে।
বিরাজ করে বিভীষিকাময় অন্ধ জুলমাত!
এতেও নাকি আছে অনন্ত সুখের জান্নাত?
কর্তৃত্ববাদীর কর্ম ও বুলিতে উপহাসের সুর!
হে মুক্তিকামী! এক হয়ে ওদের করো দূর।
হে পথিক থামো! আর করো না বাড়াবাড়ি?
আলমে বরযখে যেতে হবে এ দুনিয়া ছাড়ি!


কল্যাণপুর, ঢাকা।
১৬-০৮-২০২২