তাঁর স্মরণে


কেমন করে বিলাসীতায় থাকছো তুমি
পেট ভরিয়ে খেয়ে দেয়ে ঢেকর তুলো
ঈমান আলো হৃদয়টাকে যায় না ছুঁয়ে
সরল জীবন কীভাবে তোমায় যাবে চুমি।


সহজ সরল জীবন কাটিয়েছেন প্রিয় নবী
যার ঘরে চুলা জ্বলেনি বহুদিন মাসকে মাস
দুঃখ ব্যথা কষ্ট ছিল ছিল না প্রেমের অভাব
পরিবার সমাজ রাষ্ট্র চিত্রের আঁকেন ছবি।


নবী হলেন সর্বোত্তম আদর্শ সবার জন্য
সর্বোৎকৃষ্ট চরিত্রের অধিকারী ছিলেন তিনি
ইনসাফভিত্তিক সমাজ গড়ার পথ প্রদর্শক
বিশ্ববাসী সমান তালে তাঁকে মেনে হবে ধন্য।


দান বিলিয়ে নেকের পাহাড় গড়ার কাজ
দুঃখিজনের দুখ নিরাময়ে হাত বুলাতেন
সবর ধরার নিয়ামতের কথা বলতেন
শিখিয়ে দিলেন এই ভাবে গড়তে হবে সমাজ।


সব মানুষের আল্লাহর সামনে দাঁড়াতে হবে
তাঁর দেয়া নিয়ামতের কথা জিজ্ঞাসিত হবে
মানুষ, কেউ জানে না কে কখন মরবে কবে?
মুক্ত মনে সকাল সন্ধ্যা তাঁর স্মরণে চল তবে।


মনসুরাবাদ, ঢাকা।
১৪.০৭.২০২৩