তোমার কানে
মুহাম্মাদ মোজাম্মেল হোসেন


তোমার কানে কি, ঐ গুমের কাহিনী পৌঁছেনি?
সিদ্ধান্ত নিতে কে নিবৃত্ত করলো, ও মা জননী?
গুমকৃত পরিবারের আর্তনাদে শুধু অশ্রু ঝরে,
বিষাদিত হয় রে বার বার সুন্দর এই অবনী ।


তোমার ক্ষমতা মানুষের উপকারে না আসে,
সাধারণ নিরীহ জনপদ হতাশায় বুক ভাসে,
ব্যথা ভরা মন নিয়ে তারা কোথায় দাঁড়াবে?
মমতার হাতটি বুলিয়ে দাও, তারা যেন হাসে।


এ যাবৎ যত গুম হলো, রহস্য উন্মোচন করিয়া,
জানাও মা যাতে তাদের মন যায় সুখে ভরিয়া,
হৃদয় দিয়ে দুহাত তুলে দোয়া করবে তোমাকে,
গুম বন্ধ হয়ে জনতার ধুকধুকানি যাক চলিয়া।


আল্লাহকে ভয় করো, মা তুমিও শান্তি পাবে,
গুমের ব্যথা বেদনা, একেবারে দূর হয়ে যাবে,
বিশ্বাসের দৃঢ়তা, পরকালে দিবে মহা পুরস্কার,
আসল সফলতা সেখানে যা কামনা অনুভবে।


মনসুরাবাদ, ঢাকা।
১৭.০৬.২০২১ সকাল : 7:49মি.