উত্তম চরিত্র


পবিত্রতা ভিতরে বাহিরে
থাকে যদি তোমাতে,
আজানের মধুর সুর শুনে
উঠো প্রতি প্রভাতে।


খেটে খুটে ক্লান্ত দেহে
দুপুরের কড়া রোদে,
ছোটো মসজিদের পানে
শান্তি পাবে সালাতে।


পড়ন্ত বিকেলে ব্যস্ততা রেখে
প্রয়োজন পিছনে ফেলে,
জামায়াতে শামিল হও তবে
প্রেমানুভূতি রেখে দিলে।


মাগরিবের আজানের সুমিষ্ট সুর
দোল দিয়ে যায় প্রাণে,
পরমাত্মার খোঁজে মিলিত হতে
অন্তর সেদিকে টানে।


ওজুতে দেহের জৌলুস বাড়াও
গুনাহ ঝরুক তত,
রাতের সালাত কায়েমে দৌড়াও
উহাই সঠিক ব্রত।


ফরজের পাশাপাশি রাতে উঠে
আদায় করিও নফল,
আল্লাহ চাহে দুই জগতেই হবে
সত্যিকারের সফল।


জীবনের সকল কাজ যেন
হয় পূত পবিত্র,
ফাহেশা ও মুনকার ছেড়ে
গড় উত্তম চরিত্র।


কল্যাণপুর, ঢাকা-১২০৭
০৮-মে-২০২২