ভার্চুয়াল অপরাধ করে যায় কত শত অগণন
আবার কত জনের তাওবা ছাড়া হয় রে মরন।
শয়তান কূমন্ত্রণা দিয়ে যায় মানব মনের কোণে
সেই কূমন্ত্রণায় ডুবে গিয়ে কে কার কথা শোনে!
যা ভার্চুয়ালী মন কাড়িনি পথ যে হারায় কত!
কেউবা আবার পথ ফিরে পায় আছে শত শত।
দিকে দিকে ঐ দেখা যায় শুধু অপরাধী বাড়ছে
প্রযুক্তির করতলে অহর্নিশ ইবলিশ কড়া নাড়ছে।
বড়দের সম্মান ছোটদের স্নেহ ভুলেই গেছে আজ
মিথ্যাচারে অসভ্যার ঘর বেঁধেছে আমাদের মাঝ।
হার মেনে চলছে সমাজ এখন অসভ্যতার ধাঁচে
নিভু নিভু সভ্যতাও কিছু কিছু কোনো মতে আছে।
বক্রতা হীনমন্যতা নিম্নগামিতা সব করেছে শেষ
থাকত যদি সমাজ মাঝে সুসভ্যতার একটুও রেশ।
সেই রেশে অনুভবে অনুভূতি জাগত সবার প্র্রাণে
ফিরে আসত সবাই সঠিক দিকে সত্যের আহবানে।
এখন মোবাইল সঙ্গী যাহার থাকতে চায় নিঃসঙ্গ
হিতাহিত জ্ঞান ভুলে গিয়ে করে যায় সব নিয়ম ভঙ্গ॥