ভুল চিন্তা


সঠিক পথ পেয়েও যারা
পিছনে পড়ে রয়,
আঁধার রাত পছন্দনীয়
আলোকে করে ভয়।


হিজবুতি নিয়ে মজবুতিতে
ইলুমিনাতি শিক্ষা,
মিথ্যার ছায়ায় আশ্রয় নিয়ে
করে জীবনের দিক্ষা।


তৌহীদ কারো নাম হলে কি
তৌহিদবাদী হয়?
শির্ক বিদাতে মগজ ভরা
মুক্তি পাবে কোথায়?


নাদুস নুদুস চেহারা কিংবা
পোশাকের বাহার?
ইখলাছ পূর্ণ ঈমান ছাড়া
নেই মূল্য তাহার।


আবারও যদি সঠিক পথে
আসে আরেকবার,
মহান রবের ভালোবাসা
পাবেও পুনর্বার।


কল্যাণপুর, ঢাকা।
০৫-মার্চ-২০২৩
২০-ফাল্গুন-১৪২৯
১২- শাবান-১৪৪৪