★মানুষ হতে চাই★ (মাত্রাবৃত্ত)
                   #মজনুআহাদী


******************************
আমি কবি হতে কভু চাই না ভুবনে, মানুষ হতে যে চাই!
তাই শুনলে কখনও কবি বলে ডাক বড়ই লজ্জা পাই!


যদি মানবের রূপে জন্ম নেবার মূখ্য বিষয় কেউ জানি,
তবে যেন ধরণীতে ধর্মবিধান সব মানি!


আছে যত দুখ এই অন্তরমাঝে সত্যই দূর হবে;
কভু কারও ধরাতে না দুখ আত্মায় রবে!


জানি আমরা প্রভুর শ্রেষ্ঠ সৃষ্টি সৃজনীর;
আজ ধরিত্রীমাঝে বেঁধেছি সবাই কত ঢঙ-এর কত নীড়!


আজ ক'জন ধরায় ভাবে বলো ভাই মৃত্যুর কথা গোপনে?
কে কে করছে স্মরণ ঐ বিধাতার জাগরণ আর স্বপনে?


ভাবে মৃত্যুর স্বাদ পাবে না কভুও, থাকবে অমর ভুবনে!
তাই, ধর্ম মানে না, কর্ম করে না সু-হৃদয় দ্বারা যতনে!


দেখি, মধু বলে আজ বিষের পেয়ালা দেয় জনতার হস্তে শাসকগণে;
ধোকা দেয় সর্বদা সব স্থানে জনগণে!


দেখি অন্তরীক্ষে অগ্নিজলধি করছে ভীষণ গর্জন;
যেন অগ্নিবৃষ্টি ঝরাতে ভুবনে নিয়েছে কঠিনতম পণ!


আজ নেই মানবের মানবতা দেখি, পশুদেরকেউ হার মানায়;
হায়, স্বার্থের লোভে বসতে আসনে নিরীহ-রক্তে হাত রাঙায়!


তাই, সর্বদা আজ এটাই ভাবছি ভাই;
শুধু কবি হতে নয়, মায়ার ভুবনে সৎ-নেকবান মনুষ্য হতে চাই!!
******************************
-----------------------
(রচনাঃ১৫-১০-১৮; প্যানেল)