নয়া বানের নয়া পানিতে
জলে ভাসে ভেলা,
রুই কাতলা বোয়াল আর
চাটা পুঁটির মেলা।


খাল বিল সব যায় তলিয়ে
উঠে বাড়ির আঙ্গিনায়।
রাস্তা ঘাটে চলতে হয়
ভেলা আর ডিঙ্গিনায়।


জেলেরা চষে ঝাঁকি হাতে
গভীর জলের মাঝখানে,
কই, টাকি, দারকিনা, পুঁটি,
মেয়েরা ধরে উঠানে।


বানের পানিতে ভাসিয়ে নেয়
স্কুল কলেজ রাস্তাঘাট,
কারোও নেয় বাড়ি ঘর
আবার কারোও ফসলেরমাঠ।।