হে দুনিয়ার সকল মুসলমান
আমরা তো সবাই মুসলিম জাতি,
হিন্দু খৃস্টান বৌদ্ধ সকলেই
একই শ্রষ্টার সৃষ্টি আমরা।
পার্থক্য শুধু একটাই-
আমরা শ্রষ্টাকে একেক ধর্মালম্বী মানুষ
একেক ভাবে তাকে স্বরন করি।


হে মানবজাতি,
আমরা শুধু এ কালের কথাই ভাবি,
আমরা কখনও ভাবিনা আমাদের এ জীবনের পর আরেকটি জীবন আছে।
আমরা কখনও ভাবিনা এ জীবন আমাদের অস্থায়ী।
অথচ আমাদের এ অস্থায়ী জীবনের জন্য,
দিনরাত পরিশ্রম করে কত টাকা পয়সা রোজগার করি,
বাড়ি গাড়ি দালান কোঠা কত কিছু গড়ি।
এক জায়গা হতে অন্য জায়গায় যাওয়ার জন্য
আমরা কখনও কখনও অগ্রিম টিকেট কিনে রাখি।


হে মানবজাতি,
আমরা কি কখনও ভাবি?
আমাদেরকেও এ জগত হতে পরকালের জগতে স্থানান্তরিত হতে হবে।
সেখানেও যেতে হলে আমাদের অগ্রিম টিকেট
কিনতে হবে।
তাহলেই আমরা নিরাপদে সে বাড়িতে পৌছাতে পারবো।
আর সে টিকেটের জন্য আমাদের শ্রষ্টাকে ডাকতে হবে,
তার দেওয়া বিধান নিয়ম কানুন মানতে হবে।


হে মানুষজাতি,
আমাদের সে বাড়িতে পৌছাতে হলে-
সর্বপ্রথম আমাদের কবরের ডাকে সাড়া দিতে হবে।
আর কবরে যাওয়ার পুর্বেই আমাদের টিকেট হাতে সংগ্রহ করতে হবে।
যেমনটি আমরা সংগ্রহ করি এ দুনিয়ায়
এক জায়গা হতে অন্য জায়গায় পৌছানোর জন্য।
কিন্তু পরকালে নিরাপদে পৌছানোর জন্য হাতে না নিয়ে আমাদের আমলনামায় লিখে নিতে হবে।
যার প্রথম ধাপ হচ্ছে নিয়মিত নামাজ আদায় করা।


হে মানবজাতি,
আমাদের সেখানে যাইতে বাস লাগবেনা,
আমাদের রাস্তা হবে চুলের চাইতে চিকন,
হিরার চেয়ে ধার,নিচে আগুন জ্বলবে ধাও ধাও করে।
আর সে রাস্তা দিয়েই আমাদের শান্তির বাড়ি পৌছাতে হবে,
সে জন্যই আমাদের এখন হতেই টিকেটের জন্য প্রস্তুত হতে হবে।
যেমনটি আমাদের বাড়িতে পৌছানোর জন্য এখন ট্রেনের টিকেটের লাইন ধরতে হয়।
তেমনি আমাদের পরকালের বাড়িতে পৌছাতে হলে আমলনামার জন্য সকলে প্রস্তুত হও।