আম গাছে আম ধরে
বেল গাছে বেল,
মানুষের কাছে টাকা হলে
মাথায় মাখে তেল।


পাম পট্টি দিয়ে তারে
বানায় ফুটবল,
টাকা পয়সা চুষে খায়
দেখায়ে জনবল।


সত্য মিথ্যা যাচাই করার
নেই কোন দরকার,
পকেটে টাকা হলে
বেড়ে যায় অহংকার।


গরীবকে চুষে খায়
কিছু বড়লোক,
আসলে সে নয় বড়
সেই ছোট লোক।


মন যার বড় মাপের
সেই বড় হয়,
টাকা পয়সা হলে সবার
বড় সে নয়।