থোঁকা থোঁকা আম ধরেছে
আম গাছের ঐ ডালে,
ঝড়ো হাওয়ায় খাচ্ছে দোল
তবুও পড়ছেনা ছিঁড়ে খালে।


পাতার চেয়ে আম বেশি
দেখলে জুড়ায় চোখ,
কঁচি আমের ভর্তা ভালো
পাঁকলে রসাল মুখ।


তাকাও যদি আমের ডালে
জ্বিবে আসে জল,
ঢিল ছুঁড়ে মারে সবাই
চেংরা বুড়োর দল।


ঝোঁকা ঝোঁকা আম দেখে
খেতে চায় মন,
লোভ সামলাতে না পেরে
চুরি করে খায় রতন।