(চুল)


মাথায় কয়েকটা সাদা চুল দেখে ভেবোনা আমি বুড়িয়ে যাচ্ছি
এখন এটাও একটা ফ্যাশন কিংবা ভেবে নিতে পার যুগের হাওয়া।


(প্রেম ও কাম)


প্রেম যেখানে সেখানেই কাম
প্রেম ও কামের মধ্যে কোন পার্থক্য দেখি না এখন
যেমন পার্থক্য নেই নির্জন রাত্রির শরীরী ভালোবাসায়।


(চোখ)


তোমার ঐ চোখে কি এমন জাদু আছে নারী
যা দেখে পুরুষ নিজেকে আর স্থির রাখতে পারে না
চোখের সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে হাবুডুবু খেয়ে মরে।


(মানুষ)


আদিম হিংস্রতায় কেটে গেছে আমার গত অমাবশ্যার রাত
তাই ভাবছি এবার ভরা পূর্ণিমায় পরিপূর্ণ মানুষ হব।


(ঠোঁট)


না না এতো ঠোঁট নয় যেন রসালো কমলা লেবুর কোঁয়া
কত সাধু-সন্যাসীর ধ্যানে বিঘ্ন ঘটিয়েছে জানে শুধু বিধাতা।