ভেব না তোমাদের ছেড়ে একেবারেই চলে যাচ্ছি আমি
আমার এই যাওয়াটা হচ্ছে সাময়িক
কিংবা ভেবে নিতে পার মুসাফিরের মত সাময়িক যাত্রা বিরতি।


তোমদের সাথে পায়ে পায়ে চলতে গিয়ে অনেক তো ঠোকর খেলাম
বেশ কয়েক বার কেঁদেও উঠেছি সন্ধ্যায় সদ্য ভুমিষ্ঠ শিশুর মতন
বিরাট একটা ধাক্কা খেয়েও বেঁচে আছি দিব্যি আদিম তেলাপোকার মতোই।


বিষে বিষে নীল হয়েও শেষ পর্যন্ত মারা না গিয়ে কই মাছের প্রাণ নিয়ে
আবার কোন এক গোধুলী বেলায় ফিরে আসবো তোমাদের আড্ডায়।


মনে রেখ সবকিছুই সাময়িক
আমার এই চলে যাওয়াটাও সাময়িক।