পরিত্যাক্ত নগরীতে এখন আমাদের বাস
প্রাচীন পাহাড়ের গুহায় রেখে এসেছি পান্ডুলিপি জীবন
চন্দ্রভ্রমণের দীর্ঘ বিরতিতে ভেসে গেছে সব আয়ুষ্কাল
নিজেকে আড়াল করার মতো আর কিছুই অবশিষ্ট নেই
তোমাদের শরীরের শামুক চিহ্নই বলে দেয় চলার গতি,
প্রথাগত সৌন্দর্যে বিশ্বাস নেই বলে
সমুদ্রে গিয়ে তালাশ করি মৎসকন্যার রূপ।


এ আমার স্বেচ্ছা নির্বাসন নয়,
ক্লান্তির ইতিহাসে লিখে যাই জীয়নকাঠি সুখ
আলোর কর্তৃত্ত্ব যারা মেনে নিতে পারে নি
আসলে তাদের জ্যামিতিক দক্ষতা নেই।