মৃত্তিকা জননী আমার কিসের এতো দুঃখ তোমার
এদেশে কত মৃত্যু হচ্ছে মানুষের কে কার হিসেব রাখে
তীব্র দাবদাহের দিনে যারা চিনে রেখেছিল অন্ধ বাদকের সুর
তাদের গলায় এখন শোভা পায় মনিকণ্ঠ হার
যাদের অধিকার ছিল মিছিলে যাবার রক্তক্ষয়ের দিনে
তারা এখন মাটির দেয়ালে মুখ রাখে মধু সিঞ্চনে।
ফলাফল শূন্যই থাকুক, সাঙ্ঘাতিক সময়ে মরানদী হেঁটে পাড় হবে বলে
বাতাসে ছাড়ছে যারা কামুক শ্বাস তাদের পিঁপড়া সুখ জানা নেই
কিছুটা উষ্ণতা বিনিময় হলে ভেবে নিতে নেই সে আমার আপনঘরের লোক
জীবনে কোন এক সময় দৃশ্যপট পাল্টে গেলে যে সুখ নেমে আসে
সে সুখ নির্বাক বালকের।