নিস্পলক তোমার দিকে তাকিয়ে আছি
যদি একগোছা ফুল এগিয়ে দাও
যদি একটা আলোর রেখা দিয়ে
ছুঁয়ে দাও আমাকে  
ফুলের সুগন্ধের মতো সুক্ষ,  
ইচ্ছা হচ্ছিল আরো কথা হোক
কোমল গান্ধারে বহুক্ষণ
ততক্ষনে রাসের  চাঁদ জেগে উঠুক আকাশে
আরো কিছু তরঙ্গ উঠুক
জলের ছায়ায় চাঁদ ভাঙুক বারবার  
এখানে বড় কোলাহল মনের কথা শোনা যায় কম
নিঝুম নির্জনে আসনপিঁড়ি বসে  চলো দুজনে পদ্ম ফোটাই মনের উঠোনে ।


- মলয় বন্দোপাধ্যায়