আহা! কি করুণ সুরে বাজছে বীণা!
কি করুণ সুরে বাজছে বাঁশি!
গাইছে পাখি দুঃখ গলায়।
কান্না চেপে হাসছে চাঁদ।
হু হু করে কাঁদছে বাতাস।
কি করুণ চোখে দেখছি আমি-
অবাক চোখে আমায় দেখি!
কেমন করে লুটিয়ে আছি!
কেমন করে বদলে গেলাম-
মানুষ থেকে হয়ে লাশ!
সকাল হতে একটু বাকি,
একটু পরে ডাকবে কাক।
একটু পরে জাগবে মানুষ।
আর হলো না সকাল দেখা।
থাক এমনি করে আমার শরীর-
এই মেঝেতে লুটিয়ে থাক।
বুকের মাঝের ব্যাথা গুলো,
আপনা আপনি উবে গেলো।
আপনা থেকে গেলাম চলে-
গুটিয়ে সব চটিপাটি, ওলোট করে ঘরকন্না।
জোনাক পোকা যাচ্ছে জমে-
খাচ্ছে শরীর লাল পিঁপড়ে।
একটু খানি কষ্ট রইলো-
একটু খানি আফসোস বুকে।
সকাল দেখা আর হলো না!