পিঁপড়ে খেয়েছে মাছি,
আমি এখনো আছি!
এখন থেকে যতদিন যাবে-
কেবল অপেক্ষা।
আমাকে পিঁপড়ে কবে খাবে।
বেচে থাকার বোঝা বুকে নিয়ে বেচে থাকা।
থেকে থেকে দুঃস্বপ্ন দেখা,
আমার বিকৃত মুখ রক্তফেনা মাখা।
পূর্বসূরিরা হয়তো পেয়েছে কিছু,
হয়তো কিছুই না।
পৃথিবীতে যা সুন্দর, হয়েছে সব শেষ?
এখন কেবল ভাগাড়ে ভাগাভাগি।
কেবল মৃত্যুর অপেক্ষা।
এইতো বেশ।
এভাবেই নিজেকে গুছিয়ে নিয়েছি।
পৃথিবীর উদরে নিজেকে পেয়েছি-
সন্তান নয়- একজন আগন্তুক।
অনাধিকারে আশ্রিত পরজীবীর মতো-
বাস্তুভিটার স্বপ্ন দেখে,
বেচে থেকেও- থেকে থেকে দেখে মৃত্যুর মুখ।
সব কিছু শেষ হলো।
শেষ হলো বেচে থাকার সাধ।
যতটুকু ছিলো, মিছে ছিলো।
আমার প্রতি পৃথিবীর, পৃথিবীর প্রতি আমার-
প্রগাঢ় আহ্লাদ।