আমার ভাই পুড়িলে তুমি করো না প্রতিবাদ,
তুমি মানুষ হতে কি কখনো করেছ ফরিয়াদ?
শোষণের প্রতিবাদে কেন কাঁপে তোমার প্রাণ?
অন্যায় করে তুমি কিভাবে হও খাঁটি মুসলমান?
রঙিন জগতে শত পাপের মূলে তোমার নিরবতা,
হাশরে ময়দানে ঠিকি বুঝে পাবে তোমার পাপ্যতা।
শত্রুর অস্ত্রের আঘাতে আমার ভাইয়ের রক্ত ঝরে,
তবুও তোমার পাষাণ হৃদয় উঠেনি একটুও নড়ে!
তুমিই সুবিধাবাদী, তুমিই মৌলবাদী, তুমিই স্বার্থবাদী
হাশরের দিন স্বয়ং খোদাই হবে তোমার পাপের বাদী।