নীলিমা
মোহাম্মদ মোমিনুল হক আরাফাত
শত পাওয়া কেন রে হলো বিলীন?
জবাব পাব কার কাছে?
বিষাদের সাগরে ডুবে আছি-
চাই নাত আমি মুক্তি।
বলব কী করে?
সকল চাওয়া পাওয়া তুমি যে নিলে কেঁড়ে।
আজো তো জান না তুমি-
কত ভালোবাসি তোমায়।
চুপি সোরে ভালোবেসেছি তোমায়,
বলি নাই দিবা লোকে।
শত চাওয়া পাওয়া নীরবে দিয়েছি 
বুকে চাপা।
ধোঁকে ধোঁকে পুড়ে হয়েছি ছাই,
তবু কেন জানিনা আজো এ হৃদয় 
খুঁজে তোমায়।
মৃত্যু বিবেকের চিৎকার শুনে,
থমকে কী দাঁড়াবে তুমি?
আসিবে কী ছুটে কভু?
না-না-না!
আমি চাহিনা তাহা।
কী দেব তোমায়?
কী পাবে তুমি?
তাইতো আজো হলো নাত বলা কত ভালোবাসি।
আমি তো শূন্যর চেয়েও শূন্য,
ছিল নাত কিছু তোমায় দিবার-
এই মনটা ছাড়া।
তাইতো কবে যে দিয়ে দিলাম,
নিজের আজান্তে মনটা তোমায়।
তুমি তো জাননা  কত সুখ নিয়েছি-
তোমার কাছ হতে।
শত যন্ত্রণা বুকে চাপা দিয়ে,
তবু দেখেছিলাম বাঁচার স্বপন,
শুধু তোমারি একটু আশ্বাষে।
শত প্রেরণা আজ ঘুমিয়ে পড়িল,
আহত বুকেরি মাঝে।
আমি তো চাহিনাই কবু
ফিরিয়ে আনিতে তোমায়।
শুধু চেয়েছিলাম শুনিতে-
তোমার বুকে রেখেছিলে এক বিন্দু ভালবাসা,
আমায় দিবা বলে।
২৭ আগ্রহায়ন ১৪২১ বাংলা,
১১-১২-২০১৪