নাই স্বাদ  
  মোহাম্মদ মোমিনুল হক আরাফাত
মৃত্যুর পথের যাত্রী আমি,
মৃত্যুকে আজ করিব বরণ।
নাই আর স্বাদ-
তোমারি মনটা নোওয়ার।
অবুঝের মতো তোমায়
বেসেছি ভাল,
বিনিময়ে পেলাম শূন্য-
জীবন শেষ হয়ে গেল
তবু পূর্ণ হল নাত মনেরি আশা।
আজ আর নাই স্বাদ
হাজার বছর বাঁচার।
কীসের টানে বাঁচব আমি?
কেউ তো নয় আমার।
যারে চেয়েছিলাম আপন করিতে,
সেতো করে গেল পর মোরে।
থাকিতে চাহিনা আমি এ ভূবনে!
আজ ডেকে গেল ভূবন আমার,
কুয়াশার চাদরে।
ওগো প্রিয়!
যাবার আগে বলে যাই-
ক্ষমা করে দিও আমায়।
আর তো কখনো হবে না দেখা,
ভুল করে চাহিব না তোমারি মনটা।
খুব বেশি স্বাদ ছিল মনে,
মরণের আগে দেখিব তোমায়,
মনের আশা মনের মাঝে,
ডুবে গেল পশ্চিমা গগনে রবি হয়ে,
আজো উদিত হলনা প্রভাত হয়ে।
হলো নাত পূরণ কোন চাওয়া পাওয়া,
শূন্য হৃদয় নিয়ে পাড়ি দিব ওপাড়ে,
সে পাড়ে কী আসিবে তুমি আমারি হয়ে?
আমি বিশ্বাস রাখি ওগো প্রিয়তমা,
সে দিনে তুমি বাসিবে ভাল কতনা যতনে।
৪ই অগ্রাহায়ন ১৪২১ বাংলা,
১৮-১১-২০১৪