পাখির মতো
মোহাম্মদ মোমিনুল হক আরাফাত
আমি ঐ দুটি পাখির মতো,
আমার আছে ছোট্ট একটি নীড়।
আমি মিশে থাকি বাংলার প্রান্তরে,
আমি ডানা মেলে উড়ে বেড়াই,
মুক্ত আকাশে।
দেখ কত সুন্দর জীবন পাখিটির,
নাই তার মনে স্বপন-
রাজ প্রাসাদ ঘাড়ি বাড়ি,
আমিও পাখিটির মতো-
আমার নাই প্রয়োজন-
কোটি টাকা ঘাড়ি বাড়ি।
আমি মিশে থাকি শ্যামলের প্রান্তে।
হাইরে মানুষ!
আজ কীসের নেশাই হয়ে গেলে মাতাল?
প্রাচুর্যর নেশাই ভুলে গেছ জীবনের মানে?
আমি পল্লীর মাঝে দেখেছি-
কত অজানা সুখ।
তাই খুঁজিতে যাই নাই
নকল কোন সুখ।
যার প্রয়োজন ধন-সম্পদ-
তারা করুক অর্জন।
আমি তো ঐ দুটি পাখির মতো,
আমার আছে ছোট্ট একটি নীড়।
মনে নাই প্রাচুর্যের লোভ,
নাই কারো প্রতি ক্ষোভ।
আমি তো ঐ দুটি পাখির মতো,
আমার মনে আছে হাজার সুখ।
আমি গুরে বেড়াই শ্যামলের প্রান্তে।
১৪ অগ্রহায়ন ১৪২১ বাংলা,
২৮-১১-২০১৪ ইংরেজি