কথা দাও
  মোঃ মোমিনুল হক আরাফাত
আঁধারে ডাকা ভূবন আমার,
হল আলোকিত তোমারি সাড়া পেয়ে।
কথা দাও প্রিয় কথা দাও,
যাবেনা কখনো আমায় ছেড়ে।
অন্ধ হৃদয়ের বদ্ধ দার,
ভেঙ্গে পেলেছ তুমি আজ।
আলোকিত করেছ ভূবন আমার,
তোমারি সাড়া দিয়ে,
কে বলে আছো তুমি বহু দূরে?
আমিতো বলি চিৎকার করে,
লুকিয়ে রেখেছি তারে বুকেরি পাঞ্জারে।
জানি সবি কল্পনা!!
আসলে নও তুমি আমার,
চলে যাবে তুমি দূরে বহু দূরে,
হয়ে যাবে অন্য মানুষ,
খুঁজে পাবে সুখ অন্য হৃদয়ে।
সে দিনও আমি খুঁজব তোমায়,
যে দিনে আসিবে ওপাড়ের ডাক। 
শত চাওয়া পাওয়া হয়ে যাবে বিলীন,
তবু তুমি হবে না আমার।
দু-জনার মাঝে ভয়ে গেল গঙ্গা যমুনা!
থাকবে তুমি হাজার সুখে-
এই আমি পড়ে রবো কোন আশ্রমে।
বিশ্বাস রাখ প্রিয়!
এ-জনমে যদি নাহি আসো আমারি বুকে.
পর জনমে খুঁজে নেব তোমায়।
এই জনমের সকল চাওয়া পাওয়া,
হয়ে যাবে বিলীন না পেয়ে তোমায়।
শত যন্ত্রণা এ বুকে নিয়ে,
খুঁজিব তোমায় নীরবে,
যদি দেখা হয় কভু গোপনে,
বলে দেব কানে কানে-
আজো ভালোবাসি তোমায়।
২০ মাঘ ১৪২১বাংলা,
২-২-২০১৫ ইংরেজী